আত্মহত্যার চেষ্টা করার সময় স্ত্রীর ভিডিও করছিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের মোবাইল ফোনের ক্যামেরায় অ্যাক্সেস পাওয়ার পর থেকে দৈনন্দিন জীবনের ঘটনাগুলো সামাজিক মিডিয়াতে আপলোড করা বিশ্বব্যাপী একটি আদর্শ হয়ে উঠেছে। মাঝে মাঝে কিছু অত্যন্ত উদ্ভট ও বিরক্তিকর ঘটনা ঘটে যায় এর মাধ্যমে। সম্প্রতি, ভারতে একজন ব্যক্তি তার স্ত্রীকে সাহায্য করার পরিবর্তে আত্মহত্যার চেষ্টা করার সময় তার স্ত্রীর ভিডিও করছিলেন। খবর জিও নিউজ।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। শোবিতা গুপ্তা নামে একজন নারী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। যখন তিনি নিজের জীবন নেওয়ার চেষ্টা করছিলেন তখন তার স্বামী সঞ্জীব গুপ্ত স্ত্রীকে থামানোর বা তাকে উদ্ধার করতে ছুটে যাওয়ার পরিবর্তে ঘটনার ভিডিও করেছিলেন।

দম্পতিটি চার বছর ধরে বিবাহিত ছিল। শোবিতার মৃত্যুর পর সঞ্জীব শোবিতার বাবা মাকে ঘটনাটি জানায়। তারা সঞ্জীবের বাড়িতে ছুটে গেলেও বিছানায় তাদের মেয়ের প্রাণহীন লাশ দেখতে পান।

পুলিশ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সন্দেহভাজন সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।