স্ত্রীর বিএড পরীক্ষা। তাকে নিয়ে পরীক্ষার হলে যাচ্ছিলেন স্বামী। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন তারা। বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রভাতীকে (৩০) ও টুটুল দাস (৩৫)।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মোটারবাইকে করে স্ত্রী প্রভাতীকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন টুটুল দাস।
নবগ্রামের মহলৌর কাছে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় স্বামী-স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকটিকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তারা চলন্ত গাড়ির সামনে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান দুজনে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই ট্রাকটির খোঁজ করার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ওই দম্পতি নবগ্রামের সিঙ্গারের বাসিন্দা। বছর দশেক আগে বিয়ে হয়েছিল তাদের। বছর আটেকের এক কন্যা সন্তানও রয়েছে তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।