
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নেশাগ্রস্থ স্বামীর লাঠির আঘাতে তারা মনি (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ভুট্টুরকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কানইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মনি ভুট্টুর স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কানইন (করবলা) গ্রামের ভুট্টু গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তার স্ত্রী দুই সন্তানের জননী তারা মনিকে (৩৫) নেশাগ্রস্থ অবস্থায় লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাথে সাথে তারা মনির মৃত্যু হয়। বিষয়টি সকালে গ্রামবাসী থানায় জানালে নিয়ামতপুর থানার অফিসার ইন-চার্জ হুমায়ন কবির, উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বামী ভুট্টুকে আটক করে।
আটককৃত ভুট্টু বলেন, আমি আজ আমার স্ত্রীকে মারধর করিনি। কয়েকদিন আগে তাকে পারিবারিক কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মেরেছিলাম। আমার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে। অসুস্থও ছিল। অসুস্থতার কারণে মারা গেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, স্বামীর আঘাতেই তারা মনি মারা গেছে। শরীরের বিভিন্ন স্থানে মারের চিহ্ন রয়েছে। ভুট্টু নিজেও স্ত্রীকে কিল ঘুষি মারার কথা স্বীকার করেছে। মরদেহের ময়নাতদন্তের পরে নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। আমরা হত্যা মামলা নিয়েছি। স্বামী ভুট্টুকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।