আন্তর্জাতিক ডেস্ক : সংসারে কত কিছুই না হয়, সব কথা কি আর ধরতে হয়! এই যেমন স্বামী যদি স্ত্রীকে রাগ করে ভূত বলে ডাকে, সেটা কি নিষ্ঠুরতা? এ নিয়েই যেত আদালতে। অবশেষে নির্দেশনা দিলেন হাইকোর্ট।
এমনি এক ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলায়। সেই জেলার বাসিন্দা নরেশকুমার গুপ্ত, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেন নরেশের স্ত্রী।
সেই মামলায় ২০০৮ সালে নিম্ন আদালতে নরেশ ও তার বাবার সশ্রম কারাদণ্ড দেয়। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ১০ বছর পরে সেই আদেশই বহাল রাখে।
ওই নারীর আইনজীবী আদালতে দাবি করেন, এটা একবিংশ শতাব্দী। আর সেই সময় এক নারীকে তার শ্বশুরবাড়ির লোকজন ভূত-পিশাচ বলে, এটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা।
আইনজীবীর এমন বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরী জানান, ব্যর্থ বৈবাহিক সম্পর্কে স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে অশালীন ভাষায় কথা বলার নজির আছে। এমন সব অভিযোগ নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে না। যে কারণে নিম্ন আদালতের রায় খারিজ করে দেন পাটনা হাইকোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।