জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জোছনা রানী শীল (৬০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী ইতি শীল গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাশুড়ি ও স্ত্রীকে আঘাত করে অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও বুকে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী। সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীলের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পেশায় নাপিতের কাজ করে সুজিত শীল বেশ কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে থাকতেন। ঘটনার দিন ভোরে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে সে নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে ঝগড়া করতো।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে স্ত্রী ও শাশুড়িকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পরই জামাই সুজিত শীলকে আটক করা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।