বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন কঙ্গনা রানাউত। করণ জোহর, মহেশ ভাটদের সঙ্গে ওই তালিকায় নাম জুড়ে অনুরাগ কাশ্যপকেও কটাক্ষ করেন কঙ্গনা। এমনকী, অনুরাগ কাশ্যপকে মহেশ ভাটের ছোট সংস্করণ বলেও কটাক্ষ করেন বলিউড কুইন। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ
কঙ্গনার অভিযোগের পর অনুরাগ বলেন, ‘এক সময় কঙ্গনার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল দারুণ। কিন্তু বর্তমানে যে কঙ্গনাকে তিনি দেখেছেন, তাঁকে চেনেন না।’ এই অভিনেত্রীর সঙ্গে আগের মানুষের কোনও মিল নেই বলেও মন্তব্য করেন অনুরাগ। এরপরই বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন নেট জনতার একাংশ। সেই আগুনে ঘৃতাহুতি দেয় অনুরাগ কাশ্যপের সঙ্গে অশোক পণ্ডিতের তরজা। অনুরাগ নিজের একজন স্ত্রীকে সামলাতে পারেন না, আবার জ্ঞান দিতে এসেছেন বলে মন্তব্য করেন এক ব্যক্তি। অনুরাগকে কটাক্ষের পর তাঁকে পালটা উত্তর দেন পরিচালক। তিনি বলেন, ‘মেয়েদের কখনও অন্য কাউকে সামলাতে হয় না। মেয়েরা নিজেরাই নিজেদের সামলাতে পারেন। নিজেদেরকে তাঁরা যেমন সামলান, তেমনি অন্যদেরও সামলে নেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।