Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home স্ত্রীর কথা শুনেছিলেন বলেই সুন্দর পিচাই আজ গুগল পরিবারের প্রধান
Exceptional

স্ত্রীর কথা শুনেছিলেন বলেই সুন্দর পিচাই আজ গুগল পরিবারের প্রধান

Saiful IslamDecember 6, 20193 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গুগলে চাকরি শুরু ২০০৪-এ। তার পরে ডাক এসেছে বিভিন্ন সংস্থা থেকেই। অঞ্জলি বলেছিলেন, গুগলেই থেকে যাও। স্ত্রীর কথাটা মনে ধরেছিল। আজ তিনি গুগল-মইয়ের শেষ ধাপটি পেরিয়ে, তারও উপরে।

গুগল ও তার পরিবারের বাকি সব সংস্থার মালিক যে সংস্থাটি, সেই অ্যালফাবেটের প্রধান হলেন তিনি। একই সঙ্গে থাকছেন গুগলেরও প্রধান। সুন্দর পিচাই। কলকাতার অদূরে খড়্গপুর আইআইটিতে মেটালার্জি নিয়ে ভর্তি হয়ে প্রথম বছরেই আলাপ অঞ্জলি হরিয়ানির সঙ্গে।

তারপরে বিয়ে। এক ছেলে, এক মেয়ে, কাব্য ও কিরণ। তৃপ্তির হাসি নিয়ে অঞ্জলি এখন বলতেই পারেন, আমি কিন্তু বলেছিলাম…! ছিলেন গুগলের প্রোডাক্ট চিফ। ২০১৫ সালের অক্টোবরে তৈরি হয় গুগল পরিবারের মালিক সংস্থা অ্যালফাবেট। তার সিইও হওয়ার আগে ১০ আগস্ট গুগলের সিইও-র পদ থেকে সরে দাঁড়ান এর অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। সুন্দর হন গুগলের সিইও।

এবার অ্যালফাবেটের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন গুগলের আর এক প্রতিষ্ঠাতা সের্গে ব্রিন। ওই পদটি আর থাকছে না। আর এর সিইও পদ থেকে সরে দাঁড়ালেন পেজ। সংস্থা পরিচালনার ভার চলে গেলো সুন্দরের হাতে। পেজ ও ব্রিন চিঠিতে তাকে জানিয়েছেন, অ্যালফাবেট মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে। তারা আর সংস্থা পরিচালনার কাজকর্মে জড়িয়ে থাকতে চান না।

গুগলের দুই স্রষ্টা এখন তাদের পছন্দের কাজেই মন দিতে চান। অ্যালফাবেটের সংস্থাগুলির পারস্পরিক বিন্যাস ও কাঠামো নতুন করে সাজিয়ে সহজ-সরল করে তুলবেন, সুন্দরের কাছে এটাই আশা করছেন পেজ ও ব্রিন। সিইও পদ থেকে সরে গেলেও সংস্থা পরিচালনার ক্ষেত্রে ২৬.১ শতাংশ ভোটাধিকার থাকছে পেজের।

সের্গের থাকছে ২৫.২৫ শতাংশ ভোটাধিকার। টুইট করে সুন্দর জানিয়েছেন, তিনি উ’ত্তে’জি’ত। প্রযুক্তি দিয়ে বিশাল চ্যা’লে’ঞ্জ মোকাবিলা তার বরাবরের স্বপ্ন। দায়িত্বের নতুন পাহাড়ে সেই কাজটিই করে দেখাতে হবে তাকে। সুন্দরকে ঘিরে প্রচুর কৌতূহল মানুষের। কী ভাবে তিনি গুগলের সিইও হয়েছিলেন? কী ভাবে এমন উ’ত্থা’নের পরে উ’ত্থা’ন? বেতন কত?

তিনি কি পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পেয়েছেন? তিনি কি হিন্দু? সুন্দরেরই ভাবনায় গড়া গুগল ক্রোম নিরন্তর উত্তর জুগিয়ে চলেছে এ সব প্রশ্নের। জানাচ্ছে পড়াশোনা বা চাকরি, কোথাও সংরক্ষণের সুযোগ পাননি। ঘনিষ্ঠরা বলছেন সফল মানুষটির সাদামাঠা জীবনের কথা। নিজেও বলেছেন সে কথা।

তামিলনাড়ুর মাদুরাইয়ে মধ্যবিত্ত পরিবারের সাধারণ বাড়িতে বেড়ে ওঠার কথা। শুনিয়েছেন সে সময়ে খরা নিয়ে তার দুশ্চিন্তার কথা। মেঝেতে বিছানা পেতে বালিশের পাশে জলের বোতল নিয়ে শোওয়ার গল্প। যে দিন ফ্রিজ এলো বাড়িতে, সে ছিল এক বিশাল ঘটনা।

সব পরীক্ষায় প্রথম সারিতে থাকলেও, খড়্গপুর আইআইটি এক বার ‘গ্রেড সি’ দিয়েছিল তাঁকে। দক্ষিণি তামিল হিন্দু (ব্রাহ্মণ) পরিবারের ছেলেটি তখন হিন্দি নিয়ে হিমশিম খাচ্ছিলেন। দাবা খেলতে ভালবাসেন। তবে পড়ার নেশা ছোটবেলা থেকেই। যা পান পড়ে ফেলেন। নতুন নতুন ফোন ব্যবহারের নেশাটা হয়েছে পরে। এখনও অনেকগুলি ফোন ব্যবহার করেন। এক-এক কাজে এক-একটা।

বিনীত ভাবে বলে থাকেন, খুব সকালে ওঠা হয় না। ৬টা-৭টা বেজে যায়। সকাল শুরু হয় চা, ওমলেট আর টোস্ট দিয়ে। মিষ্টি তেমন পছন্দ নয় বলে পায়েসেও সম্বর মিশিয়ে খেয়ে নেন। জিমে যান সন্ধ্যায়। তবে নিয়মিত নয়। তবে হাঁটেন বিস্তর। অনেক বৈঠকই সারেন দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে। হাঁটার জন্য ৪৭ বছরের তরুণটির সামনে এখন অ্যালফাবেটের নতুন দিগন্ত। সূত্র : আনন্দবাজার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
exceptional আজ কথা গুগল পরিবারের পিচাই প্রধান বলেই শুনেছিলেন সুন্দর স্ত্রীর
Related Posts
Dolil

দলিলে এসব শব্দ দেখলে সতর্ক হোন, আপনিও পড়তে পারেন আইনি জটিলতা

December 23, 2025
জমির মালিক

প্রমাণগুলো থাকলেই আপনি জমির মালিক, দলিল না থাকলেও চলবে!

December 23, 2025
e-Return

অনলাইনে রিটার্ন দাখিলে করদাতার ১০ প্রশ্ন ও উত্তর

December 23, 2025
Latest News
Dolil

দলিলে এসব শব্দ দেখলে সতর্ক হোন, আপনিও পড়তে পারেন আইনি জটিলতা

জমির মালিক

প্রমাণগুলো থাকলেই আপনি জমির মালিক, দলিল না থাকলেও চলবে!

e-Return

অনলাইনে রিটার্ন দাখিলে করদাতার ১০ প্রশ্ন ও উত্তর

জমির মালিকানা

অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম

Land-a

জোরপূর্বক জমি দখল, করণীয় ও আইনগত সহায়তা

জমির মালিকানা প্রমাণ

জমির মালিকানা প্রমাণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন

Land

জমি কেনার আগে বিষয়গুলো জানা খুবই জরুরী

Tax

অনলাইনে সহজ পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেবার নিয়ম

Lands

নতুন ভূমি আইনে DC অফিসেই জমি সংক্রান্ত ৫টি সমস্যার সমাধান!

land plot

১ মিনিটেই আপনার জমি যেভাবে মাপবেন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.