Advertisement
বিনোদন ডেস্ক : জন্মদিনে স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিয়ের ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ। নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করে স্ত্রীকে অভিনন্দন জানান টলিউডের প্রথম সারির এই অভিনেতা।
অর্পিতা চট্টোপাধ্যায় তাঁর জীবনকে সুন্দর করে গড়ে তুলেছেন। জন্মদিনে সেই কথাই ফের নতুন করে মনে করিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত বুধবার মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘গুমনামি’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমায় প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্নিবান এবং তনুশ্রীও।
এদিকে ‘গুমনামি’ নিয়ে বিতর্ক এখনও বন্ধ হয়নি। কিন্তু তাঁর মাঝেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।