আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর অনটালিয়ার ১৬ কিলোমিটার দূরে একটি পার্বত্য এলাকায় বাস করতেন ৯২ বছরের দম্পতি রাজিয়া ইলমাজ ও আ. রহমান।
বার্ধক্যজনিত কারণে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় মারা যান রেজিয়া ইলমাজ (৯২)। শোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যুর ২৬ মিনিট পর মারা যান আ. রহমানও। মৃত্যুই তাদের ৭০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটাল।
দেশটির সংবাদ মাধ্যমের তথ্য মতে, চাষাবাদ করে ওই দম্পতি তাদের ১১টি সন্তানকে ভালোভাবে লালন-পালন করে সুখে-শান্তিতেই জীবনযাপন করে গেছেন। ওই দম্পতির ৩০ জন নাতি-নাতনিও রয়েছে।
তাদের জানাজায় প্রচুর লোক সমাগম হয়। গ্রামবাসী তাদের অনেক ভালোবাসতেন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি কবর দেয়া হয়।
তাদের ছেলে তুরান ইলমাজ (৫৫) বলেন, তার বাবা-মাকে খুবই ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন তার মৃত্যু যেন মায়ের সঙ্গেই হয়। মা তার কথা শুনে শুধু হাসতেন। অবশেষে আল্লাহও তাদের প্রার্থনা শুনেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।