বিনোদন ডেস্ক : করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নির্মাতা সোহানুর রহমান। আজ সোমবার (১৭ আগস্ট) সস্ত্রীক এ পরিচালকের করোনা জয় করার খবর পাওয়া গেছে। আজ তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বরাতে জানা গেছে, করোনামুক্ত হলেও শারীরিকভাবে এখনো অসুস্থ এ গুণী নির্মাতা। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা গেল, করোনা বিদায় নিলেও সোহানুর রহমান সোহানের শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। মাথাতেও ব্যথা রয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে এখনো চিকিৎসা চলছে তার। আরো সাত দিন তাকে বেড রেস্টে থাকতে হবে।
এর আগে বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন সোহানুর রহমান সোহান। কোনো গন্ধ পেতেন না, খাবারের স্বাদও পেতেন না। পরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করান। গত ৭ আগস্ট রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তখন থেকে দুজনই নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
প্রসঙ্গত, শিবলি সাদিকের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা সোহানুর রহমান সোহান বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের একজন। তার হাত ধরে সিনেমায় এসেছেন সালমান শাহ, মৌসুমী, শাকিব খানের মতো তারকারা। রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে তার জনপ্রিয়তা অনেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।