স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা। ম্যাচের শেষ বলে লিয়ান প্লানকেটকে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌম্য-সাব্বিরা। এ দৃশ্য দেখার পরেই তড়িঘড়ি করে মাঠ থেকে বেরিয়ে সোজা শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের পথে ছুটলেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ডেভিড মালান।
জানা গেছে, ইংলিশ এ ক্রিকেটারের স্ত্রী অসুস্থ। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষ করে সোজা বিমান বন্দরে চলে গিয়েছেন ডেভিড মালান। ম্যাচ সেরা পুরষ্কার পান তিনি। তার পক্ষে এটি গ্রহণ করেন সৌম্য সরকার।
কুমিল্লার টেকনিক্যাল অ্যাডভাইজার মিনহাজুল আবেদিন নান্নু মালানের স্ত্রীর অসুস্থতার কথা নিশ্চিত করে গণামধ্যমকে জানান, ‘আগে থেকেই ওর (মালান) ফ্লাইট শিডিউল ঠিক করা ছিল। সন্ধ্যা ৭টায় ফ্লাইট। তাই আউট হয়েই প্রাইভেট কারে সোজা বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে মালান।’
নান্নু আরো জানান, সম্ভবত এবারের বিপিএলে আর ফিরবেন না মালান। আজ রাতে বসে তারা ঠিক করবেন, মালানের বদলে কাকে আনা যায় এবং দলের অধিনায়কত্বই বা কে করবেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।