স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সাকিব আল হাসনকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। সবকিছু স্বাভাবিক গতিতে চললে হয়তো এখন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো একটি দলের সঙ্গে সাকিব আল হাসান থাকতেন চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে। প্রস্তুতি নিতেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরবর্তী ম্যাচের জন্য। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএলে শুধুই দর্শক সাকিব। ঘরে বসে টিভিতে দেখছেন সতীর্থদের ক্রিকেট উৎসব। কিন্তু এমনি কি আর বসে থাকা যায়। তাইতো পরিবার নিয়ে এখন নিষেধাজ্ঞার সময় কাটাতে ব্যস্ত বাংলাদেশি এই পোস্টার বয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব- আমিরাতের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন সাকিব। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৪৮তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.