স্ত্রী-সন্তানকে তাড়িয়ে আরেক বিয়ের অভিযোগ, যা বললেন আল-আমিন

স্পোর্টস ডেস্ক : দুই সন্তান ও স্ত্রীকে বাসা থেকে বের করে দিয়ে আরেকটি বিয়ে করেছেন, ক্রিকেটার আল-আমিনের বিপক্ষে এই অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রী পুলিশের দারস্থ হওয়ায় বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিস্কার করলেন আল-আমিন।

ক্রিকেটার আল-আমিন বলেন, ‘মারধর করার তো প্রশ্নই ওঠে না।

একসঙ্গে থাকলে তো কত কিছু নিয়েই মনোমালিন্য হয়। ও আমার কাছে দাবি করেছিল যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। আমি এতে রাজি হইনি। এটা থেকেই রাগারাগি হয়েছে। তবে থানায় যাওয়ার মতো কিছু হয়নি। আমার ধারণা, প্রতিবেশি মহিলারা আর আশেপাশের লোকজন ফুঁসলিয়ে ওকে থানায় যেতে বলেছে। ’
আল-আমিন আরও বলেন, ‘মামলা তো আর হয়নি, অভিযোগ করেছে কেবল। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণিত হবে। আর আমাদের মধ্যেও দ্রুতই সব ঠিক হয়ে যাবে। দেখবেন, দু-একদিনের মধ্যে ও নিজেই বলবে যে সব ঠিক আছে, আমরা ভালো আছি। ’