জুমবাংলা ডেস্ক: নাটোর সদর উপজেলায় স্ত্রী সখিনা বেগমকে হত্যা করে লাশ শেয়াল দিয়ে খাওয়ানোর চাঞ্চল্যকর হত্যা মামলায় স্বামী আফসার উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফসার উদ্দিন সদর উপজেলার আমীরগঞ্জ এলাকার বাসিন্দা ও পেশায় ভ্যানচালক।
সরকারি কৌঁসুলি মাসুদ হাসান জানান, ২০১২ সালের ১৬ আগস্ট ভ্যানচালক আফসার তার স্ত্রী সখিনা বেগমকে ডাক্তার দেখানোর কথা বলে একই উপজেলার কৈগাড়ি-কিষ্টপুর এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন। পরে লাশটি শেয়াল দিয়ে খাওয়ানোর জন্য একটি পাট খেতে ফেলে রাখেন। পরে বাড়ি ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হলে, একপর্যায়ে তিনি ঘটনা স্বীকার করেন। স্ত্রীর ওপর সন্দেহ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন। পুলিশ ১২দিন পর ঘটনাস্থল থেকে সখিনার কঙ্কাল উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।