Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: করোনা ভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের কারণে আগামী ১৮মার্চ থেকে দেশব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচির তারিখ কলেজসমূহকে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.