জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩টি পদে উপনির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
জানা গেছে, ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম নির্বাচন স্থগিতের বিষয়ে রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছেন।
ইসি সূত্র জানায়, আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার ৫টি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে এসব এলাকায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।