আপনি যদি ছোট ও মাঝারি মানের ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে চান তাহলে আপনার অনলাইন সাইটের SEO পারফরম্যান্স ভালো থাকতে হবে, বিশেষ করে স্থানীয় পরিবেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শক্তিশালী অবস্থায় থাকা উচিত। এটাকে ইংরেজিতে Local SEO বলে। এর সুবিধা হচ্ছে আপনার অঞ্চলের বাসিন্দারা যখন অনলাইনে সার্চ দিবে তখন আপনার ব্যবসার নাম ও তথ্য তালিকার উপরের দিকে থাকবে। এতে আপনার ব্যবসার সমৃদ্ধি হবে। SEO পারফরম্যান্স যেনো ভালো হয় সেজন্য আজকের ৫ম পর্বে কিছু টিপস ও টেকনিক নিয়ে এ নিবন্ধে আলোচনা হবে।
অনলাইন সার্চ ইঞ্জিনের সাহায্যে কাস্টোমার যখন আপনার ব্যবসার যেকোন কিছু নিয়ে সার্চ দিবে তখন গুগুল তার লোকেশন জেনে নেয়। গুগল দেখতে চায় সে আপনার অফিসের কত কাছে বা কতখানি দূরে। নিকটবর্তী হলে গুগল তার ম্যাপ অ্যাপ্লিকেশনে অফিসের লোকেশন সংযুক্ত করে।
তাছাড়া আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ সার্চ দিলে আপনার ব্যবসার পক্ষ থেকে ভার্চুয়াল অফিস গঠন করতে পারেন। সরাসরি বাস্তবে অফিস না থাকলেও ভার্চুয়াল অফিসের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলা সম্ভব। ঠিকানা, ফোন নাম্বার, ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম, মালিকের নাম ইত্যাদি তথ্যে পরিবর্তন আসলে দ্রুত তা আপডেট করবেন। কেননা সার্চ ইঞ্জিনের সব জায়গায় আপডেট তথ্য দেখাতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এই তথ্য সব জায়গায় যেনো একই থাকে সেদিকে খেয়াল রাখুন।
গুগল বিসনেজ প্রোফাইল ও আপনার ফেসবুক পেজ এ আপনার ব্যবসার অনেক ছবি আপলোড দিবেন। আপনার ব্যবসার অর্থ বহন করে ও ইতিবাচক কিছু প্রকাশ করে এরকম ছবি অনলাইনে ছড়িয়ে দিন। স্থানীয় বিজ্ঞাপনের জন্য বাজেট বরাদ্দ রাখুন। গুগুল এখন ম্যাপে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য জায়গা করে দিতে বিজ্ঞাপনের ব্যবস্থা করেছে। প্রতিযোগীদের চেয়ে অনলাইনে বেশি রিভিউ পেতে পরশ্রম করুন।
আপনি হোটেল বা রিসোর্টের ব্যবসা করলে গুগল, ইয়েল্প ও ট্রিপ অ্যাডভাইসরের মাধ্যমে রিভিউ এর আবেদন করুন। যখনই সুযোগ পান কাস্টোমারদের কাছ থেকে রিভিউ চেয়ে নিন। schema মার্ক-আপ কোডের সাথে আপনার ওয়েবসাইটটি সংযুক্ত করুন। এটি আপনার সাইটের গুরুত্বপূর্ণ তথ্য সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাছাড়াও JSON-LD মার্ক-আপ কোড ব্যবহার করতে পারেন। এটি গুগলকে আপনার ব্যবসার নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার পৌঁছে দিবে।
আরও পড়ুন-
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।