ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। চার বছরের ক্যারিয়ারেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন নানা নাটক। তবে এতকিছুর মাঝেও নিজের পড়ালেখাটি চালিয়ে গেছেন চুপিসারে।
সদ্যই স্নাতক শেষ হলো পায়েলের। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বলা বাহুল্য, এটি অভিনেত্রীর জীবনে এক উল্লেখযোগ্য মাইলফলক। দিন কয়েক আগে নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এরপর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পড়াশোনা জীবন নিয়ে বললেন নানা কথা।
স্নাতক হওয়ার অনুভূতি জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘অনেক ভালো লাগছে। ভীষণ আনন্দিত। পরিবার থেকে শুরু করে, বন্ধু-বান্ধব, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আনন্দিত। তবে রেজাল্টের বিষয়টি বলতে চাই না।’
পড়াশোনা এবং অভিনয়- একইসঙ্গে চালানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনয় ক্যারিয়ার আর পড়াশোনা দুটোকে আমি সবসময় আলাদা রেখেছি। কাজের জন্য বা কোনো কিছুর জন্যই পড়াশোনায় কোনো বিরতি দেইনি।’
পড়াশোনার জায়গাটা সবসময় ঠিক রেখেছেন জানিয়ে পায়েল বলেন, ‘পড়াশোনায় কখনও ক্ষতি হোক, সেটা কখনোই চাইনি। কষ্ট হলেও দুটি ব্যালেন্স করে চালিয়ে গেছি। যখন চাপ মএন হতো তখন কাজ একটু কমিয়ে দিতাম। এলএলবি-তে ক্রেডিটও বেশি ছিল, ১৫৬ ক্রেডিট। তারপরেও চার বছরে খুব বেশি রিটেক দিতে হয়নি আমার, একটা কিংবা দুইটা দিতে হয়েছে মাত্র। একদম সুন্দরভাবে শেষ করেছি।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel