বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হঠাৎ বিভ্রাট দেখা দেয়, যার ফলে হাজারো ব্যবহারকারী সমস্যায় পড়েন। দেখা যায় কাজের মাঝেই ডাউন হয়ে যায় স্ন্যাপচ্যাট। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনেকেই অ্যাপে লগ ইন করতে পারছিলেন না এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন।
ইকোনোমিক টাইমস থেকে জানা যায় সার্ভিস আউটেজ পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যমতে, অন্তত ৪৯ হাজার ব্যবহারকারী এই সমস্যার শিকার হন। রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই সমস্যা রাত পৌনে ১১টার দিকে তীব্র আকার ধারণ করে। তখন ৫০ শতাংশ ব্যবহারকারী লগ ইন সমস্যার কথা জানান, ৩০ শতাংশ অ্যাপের কার্যকারিতা নিয়ে অসুবিধায় পড়েন, আর বাকি ২০ শতাংশ সার্ভার সংযোগজনিত সমস্যার মুখে পড়েন।
এ ঘটনার পর ক্ষুব্ধ ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) মিম শেয়ার করতে থাকেন এবং অন্যরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, তা জানতে চান। তবে স্বস্তির বিষয় হলো, শুক্রবার (১৪ মার্চ) ভোরে সমস্যা সমাধান করে স্ন্যাপচ্যাট আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। যদিও এই বিভ্রাটের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।