লাইফস্টাইল ডেস্ক : শেষ পাতে তো মিষ্টি লাগবেই। মিষ্টির জগতে ধবধবে সাদা, রসে টইটম্বুর স্পঞ্জ রসগোল্লার আবেদন একেবারেই আলাদা। শহুরে ময়রা রেবেকা সুলতানা অত্যন্ত জনপ্রিয় স্পঞ্জ রসগোল্লার রেসিপি দিয়েছেন আজ।
উপকরণ:
ছানা ২ কাপ
ময়দা ১ চা-চামচ
চিনি ৩ কাপ
পানি ৮ কাপ
এলাচিগুঁড়া ১ চিমটি
প্রণালি:
ছানা আর ময়দা ভালো করে মেখে নিতে হবে। এবার এতে এক চিমটি এলাচিগুঁড়া দিয়ে আবার মেখে নিতে হবে সময় নিয়ে। এই মেখে নেওয়া ছানা থেকে অল্প অল্প করে নিয়ে মসৃণ বল বানিয়ে নিতে হবে। সিরায় ফুটতে দিলে আকারে প্রায় দ্বিগুণ হয়ে যাবে মিষ্টি। তাই ছোট করেই গড়তে হবে বলগুলো।
চিনি আর পানি দিয়ে পাতলা সিরা তৈরি করে ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে উচ্চতাপে জ্বাল করতে হবে ২০ থেকে ২৫ মিনিট। এর মধ্যে সিরা ঘন হয়ে এলে অল্প অল্প করে গরম পানি যোগ করতে হবে। এবং সিরাসহ মিষ্টি রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘণ্টা। ব্যাস স্পঞ্জ রসগোল্লা পরিবেশনের জন্য তৈরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।