স্পর্শনির্ভর সেন্সরযুক্ত রোবোটিক হাত তৈরি করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ‘ডিজিট ৩৬০’ নামের রোবোটিক হাতটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর মডেলকে বিভিন্ন জিনিস স্পর্শ করার অনুভূতি দেবে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও বাস্তব ভার্চ্যুয়াল পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্যমতে, দক্ষিণ কোরিয়ার ওওনিক রোবোটিকসের সঙ্গে যৌথভাবে তৈরি করা হচ্ছে রোবোটিক হাতটি। রোবোটিক হাতটি মূলত গবেষকেরা ব্যবহার করতে পারবেন। হাতটিতে থাকা শক্তিশালী সেন্সর স্পর্শের অনুভূতি দ্রুত জানাবে, যা কাজে লাগিয়ে বিভিন্ন এআই মডেলকে সহজেই স্পর্শের অনুভূতি দেওয়া যাবে।
রোবোটিক হাতের জন্য ‘ডিজিট প্লেক্সাস’ নামের সমন্বিত পদ্ধতিও তৈরি করেছে মেটা। নতুন এ পদ্ধতি রোবোটিক হাতের আঙুলে থাকা সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দ্রুত কম্পিউটারে পাঠাবে। হাতটিতে মানুষের আঙুলের মতো গঠন এবং অনুভূতি থাকায় বিভিন্ন এআই মডেলগুলোর সক্ষমতা উন্নয়নে ব্যবহার করা যাবে। আগামী বছর রোবোটিক হাতটি বাজারজাত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।