জুমবাংলা ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দিল্লি সফর স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। ব্যাখ্যায় বলা হয়েছে, ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারদের আমন্ত্রণে বাংলাদেশের স্পিকারের সোমবার (২ মার্চ) ভারত যাওয়ার কথা থাকলেও, তা বাতিলের পর আবার পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৭ মার্চ মুজিববর্ষ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দিল্লি সফর পুনর্নির্ধারণ করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
২-৫ মার্চ ভারত সফরের কথা ছিল স্পিকারের। কিন্তু রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে স্পিকার তার সফর স্থগিত করেছেন। কিন্তু এর প্রতিবাদ না করে এটির ব্যাখ্যা দেয়া হয়েছে।
সংসদে জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো তথ্য বিবরণীতে আরও বলা হয়, মুজিববর্ষ শুরু হওয়া ছাড়াও পরবর্তীতে, ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয় সুনিশ্চিকরণের দায়িত্বে থাকায় স্পিকার এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করতে পারছেন না। এ প্রেক্ষাপটে মুজিববর্ষের মার্চের অনুষ্ঠানমালার সমাপনীর পর সফরসূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র : জাগো নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।