স্বরা-ফাহাদের বিয়েতে চর্চায় ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’, কী এই বিধি?
সংবিধানকে ‘থ্রি চিয়ার্স’ স্বরার
ভালোবাসার কোনও ধর্ম হয় না। সত্যিই তো, প্রেমে পড়ার সময় কোনও কিছুই মাথায় থাকে না। সামনের ব্যাক্তিটি হিন্দু, মুসলিম না খ্রিস্টান সেইসব ভাবার অবকাশও থাকে না। ভিন্ন ধর্মে বিয়ের ক্ষেত্রে অনেক সময় পরিবার বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু, ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিককে ভিন্ন ধর্মে বিয়ের অধিকার দিয়েছে। আর এতেই খুশি অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমদের সঙ্গে সই বিয়ে সেরেছেন তিনি। ১৭ ফেব্রুয়ারি স্বরার টুইট, ‘থ্রি চিয়ার্স ফর দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট (নোটিশ পিরিয়ডের বিষয়টা একটু বিরক্তিকর ঠিকই)। তবে ভালোবাসার অধিকার, সঙ্গী বাছার অধিকার, বিয়ের অধিকারকে অগ্রাধিকার দেওয়া জরুরি।’
কটাক্ষে বিদ্ধ Swara Bhasker
ভিরে দি ওয়েডিং খ্যাত অভিনেত্রীর পোস্টটি রাতারাতি ভাইরাল হয়েছে। আসলে তিনি বিয়ের ঘোষণা করার পর থেকেই সোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন।
পাত্তা দেননি স্বরা
লাভ জিহাদের প্রসঙ্গ টেনে কটু কথা বলে চলেছে নেটপাড়ার একাংশ। তবে নিন্দুকদের বিন্দুমাত্র পাত্তা দেননি স্বরা। ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়েছেন।
Special Marriage Act কী?
এবারে প্রশ্ন, এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কী? ১৯৫৪ সালে তৈরি এই আইন অনুযায়ী, ভারতের ভিন্ন ধর্মের দু’জন প্রাপ্তবয়স্ক নাগরিক চাইলেই বিয়ে করতে পারেন।
রিলিজ হলো সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।