স্পোর্টস মোডের ২২ ফিচার ব্যবহার করা যাবে Fire-Boltt Sphere স্মার্টওয়াচে

Fire-Boltt Sphere

স্মার্টওয়াচ ব্র্যান্ড হিসেবে Fire-Boltt এর যথেষ্ট খ্যাতি রয়েছে। তারা অনন্য ডিজাইনের দ্বিতীয় স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছে। এর আগে তাদের কোবরা ওয়াচটি বাজারে ছাড়া হয়েছিল।

Fire-Boltt Sphere

তাদের নতুন Fire-Boltt Sphere ঘড়িতে ব্লুটুথ সহ অনেক ফিচার যোগ করা হয়েছে। আপনার যদি স্বল্প মূল্যে স্পোর্টস মোড এবং হেলথ ফিচার এর সুবিধা রয়েছে এরকম স্মার্ট ওয়াচ দরকার হয় তাহলে এটি বিবেচনা করতে পারেন।

৩ হাজার টাকার মধ্যে এই স্মার্টওয়াচটি আপনি পেয়ে যাবেন। আপনি বিভিন্ন জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন amazon অথবা flipkart থেকে ঘড়িটি অর্ডার করতে পারবেন।

কালো এবং সবুজ রঙের দুটি ডিজাইন মার্কেটে পাওয়া যাচ্ছে। ঘড়িটির ডিজাইনে মেটালিক ফিনিশিং মুগ্ধতা তৈরি করে। ডিভাইসে ১.৬ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এইচডি রেজুলেশন এর স্ক্রিন ব্যবহার করা হয়েছে।

৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা যাবে এই ডিভাইসে। আপনি হার্ট রেট মনিটর করতে চাইলে অথবা কয় ঘন্টা ঘুমাচ্ছেন সেসব তথ্য জানতে চাইলে স্মার্ট ওয়াচটি আপনাকে সহায়তা করতে পারে।

স্পোর্টস মোডের ২২ ধরনের ফিচার এই ঘড়িতে যোগ করা হয়েছে। ব্লুটুথ সিস্টেমে কল করে সবার সাথে কথা বলার সুযোগ রাখা হয়েছে। রিমোট পদ্ধতিতে মিউজিক এবং ক্যামেরা সিস্টেম কন্ট্রোল করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, আবহাওয়া এর সর্বশেষ খবর পেয়ে যাবেন ঘড়িটির ডিসপ্লেতে। ৬ ধরনের মেনু ইন্টারফেস ডিভাইসে যোগ করা হয়েছে। ডিভাইসটিতে ৬০০ মেগাহার্জের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আপনি এ ওয়াচটি একবার ফুল চার্জ দিলে সাত থেকে আট দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এ ঘড়িতে স্ট্যান্ডবাই মোড এর সুবিধা দেওয়া হয়েছে যা ব্যাটারিকে ২৫ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে সাহায্য করবে।