আন্তর্জাতিক ডেস্ক : করোনার কালো থাবায় কাঁপছে বিশ্ব। সব বয়সের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন বয়স্করা। কিন্তু করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন এক বৃদ্ধা।
আনা ডেল ভালে নামের ওই বৃদ্ধা ১৯১৮ সালে মাত্র ছয় বছর বয়সে স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন। ভয়াবহ সেই মহামারি থেকে রক্ষা পাওয়ার পর ফের তিনি আক্রান্ত হলেন আরেক মহামারি করোনায়। আর শেষ পর্যন্ত করোনাকেও হারিয়ে দিলেন তিনি। তার এই যুদ্ধ জয়ের কাহিনি প্রকাশ্যে আসতেই আশার আলো দেখছেন চিকিত্সকরা।
স্পেনের আলকালা ডেল ভ্যালির বাসিন্দা আনা ডেল ভালে মাত্র ছয় বছর বয়সে স্প্যানিশ ফ্লুয়ের কবলে পড়েছিলেন। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলা ৩৬ মাসের ওই মহামারিতে আক্রান্ত হয়েছিলেন বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ। যার মধ্যে ১০ কোটি মানুষের মৃত্যুও হয়। কিন্তু, কিছুই হয়নি ছয় বছরের ওই শিশুটির। এবারও সারা বিশ্বে এখনো পর্যন্ত করোনার বলি হয়েছেন দু’লক্ষের কাছাকাছি মানুষ। স্পেনেও ২২ হাজার জনের মৃত্যু হয়েছে। ঠিক সেই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আলকালা ডেল ভ্যালির একটি নার্সিংহোমে আরো ৬০ জন রোগীর সঙ্গে ভর্তি ছিলেন আনা।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লা লিনিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা ও চিকিত্সকদের হাতযশে করোনাকেও কুপোকাত করে জীবনযুদ্ধে জয়ী হলেন ওই শতায়ু বৃদ্ধা। আগামী অক্টোবরে ১০৭ বছরে পা দিচ্ছেন তিনি। তার আগে যেন পুর্নজন্ম হলো আনা ডেল ভালে নামে স্পেনের ওই বৃদ্ধার।
সূত্র: লাইভমিন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



