গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুটি মরদেহ অবিকৃত থাকায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অগ্নিকাণ্ডে নিহত ছয় জনের মধ্যে আনোয়ার ও রাসেলের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, অপরদিকে শাহজালাল, সেলিম কবির, সুজন সরদার ও মো. আবু রায়হানের মরদেহ পুড়ে যাওয়ায় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। যদিও স্বজনরা বিভিন্নভাবে তাদের মরদেহ চিহ্নিত করেছেন। এ কারণে নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ’র নমুনা রেখে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত আনোয়ার হোসাইনের দাফন তার নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নিরাপত্তা রক্ষীসহ মোট ৬ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।