লাইফস্টাইল ডেস্ক : সুস্থ থাকতে পর্যাপ্ত ও ভালো ঘুমের কোনো বিকল্প নেই। ঘুম শরীরকে পুনর্জীবিত করার পাশাপাশি পরবর্তী দিনের কাজের জন্য আমাদের প্রস্তুত করে। আর এই ঘুমের সময়ই হাতছানি দেয় নানা ধরনের স্বপ্ন।
স্বপ্ন ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি। যা ঘুমের সময় মানুষের মনে ডানা মেলার সুযোগ পায়। বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের স্বপ্ন দেখা কল্পনা থেকে হতে পারে বা অবচেতন মনের সাধ থেকে হতে পারে।
যাদের চিন্তা শক্তি ভীষণ জোরাল ও যুক্তিযুক্ত তাদের ব্রেইন আগাম সতর্ক হতে পারে। যা মানুষ জাগ্রত অবস্থায় অনুভব করতে পারে না। ঘুমের সময় সাব কনসিয়াস মাইন্ড কাজ শুরু করলে অনেক সময় মানুষ স্বপ্নে খুঁজে পায় কোনো আলোর পথ।
ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্নই হাতছানি দেয়। যার কোনোটির রয়েছে ভালো অর্থ আবার কোনোটির রয়েছে খারাপ অর্থ। যেকারণে স্বপ্নের মানে খোঁজা বা অর্থ জেনে রাখা ভালো।
অনেকেই স্বপ্নে আগুন দেখেন। এ আগুনে কখনও দেখেন নিজেকে পুড়ে যেতে। আবার কখনও দেখেন পুড়ে যাচ্ছে বাড়ি-ঘর, দোকান, অফিস কিংবা আশপাশের জায়গা।
স্বপ্ন বিশারদরা এসব স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, আগুনের স্বপ্ন শুধু অশুভের লক্ষণ নয়। মাঝে মাঝে তা শুভক্ষণেরও ইশারা দেয়।
যেমন দোকানে আগুন লাগা দেখলে স্বপ্ন সে ব্যবসা বন্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে। আবার অফিসে আগুন লাগা দেখলে এর অর্থ হতে পারে পদোন্নতি বা বেতন বৃদ্ধি।
স্বপ্নে নিজেকে ভয়ঙ্কর আগুনের মধ্যে আটকে থাকা দেখলে ভয় পাবেন না। বরং বিছানায় সোজা হয়ে বসে বড় বড় নিঃশ্বাস নিন আর ছাড়ুন। কারণ এ স্বপ্ন আপনার মানসিক অবসাদের অবসানের দিকে ইঙ্গিত দিচ্ছে। পিত্তের সমস্যা বেড়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
যদি আগুনে পুড়ে মৃত্যু দেখেন তা হলে বুঝবেন এটি নতুন জীবন শুরুর শ্রেষ্ঠ সময়। নিজেকে পরিবর্তন করে একটু গুছিয়ে নেয়ার তাগিদও দিচ্ছে আপনার স্বপ্ন।
নিজের বাড়িতে আগুন লাগার স্বপ্ন দেখা পরিবারে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত দেয়। আর যদি আগুনে হাত সেঁকার স্বপ্ন দেখেন তবে এ স্বপ্ন আপনাকে আগাম জানিয়ে দিচ্ছে, খুব শিগগিরই সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
যদি স্বপ্নে কাপড় পুড়তে দেখেন তবে বিশেষ ব্যক্তির কাছ থেকে দামী উপহার পেতে চলেছেন আপনি। আর যদি স্বপ্নে শুধু আগুনই দেখেন তবে এর চেয়ে আর শুভ ইঙ্গিত হয় না। স্বপ্ন শাস্ত্র বলছে, আটকে থাকা টাকা ফিরে পাবার পাশাপাশি আয় রোজগারও বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে দেখা এ আগুন।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।