জুমবাংলা ডেস্ক : ঢাকার দোহার উপজেলায় প্রতারক পার্টির খপ্পরে পরে নিজের কানের দুল খোয়ালেন রাহেল বেগম নামে এক গৃহবধূ।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহেলা বেগম উত্তর শিমুলিয়া এলাকার সোনা মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে রবিউল জানান, আমার মা পারিবারিক কাজে বাড়ি থেকে মেঘুলা বাজারে যাচ্ছিলেন। এ সময় মেঘুলা স্কুলের সামনে অটো গাড়িতে কয়েকজন মিলে বসেছিলেন। তারা আমার মায়ের সঙ্গে বিভিন্ন ছলচাতুরীর কথা বলে। এরপর সোনার একটি বার বের করে মাকে দেখিয়ে বলে, আমি গরীব মানুষ এটা বেচতে গেলে নানান সমস্যা হবে। আপা, আপনি সোনার বিস্কুটটা রেখে আপনার কাছে টাকা-পয়সা সোনার চেন, দুল যা আছে আমাকে দেন। আপনি পরে আপনার ইচ্ছে মত বড় করে কয়েকটা সোনার জিনিস বানিয়ে নিয়েন। এরকম নানা কথা বলে তার মায়ের কাছ থেকে কানের দুল ও টাকা ভাগিয়ে নেয় বলে জানান রবিউল।
জুলাইয়ে সেনাবাহিনীকে ‘বিদ্রোহ করতে বলেছিলেন’ সাবেক কর্মকর্তারা
দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে কোন লিখিত অভিযোগ দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।