তরুণ-তরুণীদের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

জুমবাংলা ডেস্ক: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশেের উদ্যোগে ‘লকডাউন’ নিয়ে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ শনিবার বিভাগের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ অক্টোবর। প্রতিযোগিতায় বিচারক হিসেবে বাংলাদেশ, ফ্রান্স ও হাঙ্গেরির খ্যাতনামা চলচ্চিত্রকারেরা থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার জন্য ক্রেডিট লাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি পাঠানো যাবে। এ কপি উই ট্রান্সফারের (www.wetransfer.com) মাধ্যমে [email protected]এ দেওয়া যাবে। বিস্তারিত জানতে http://mcj.cub.edu.bd/events.html ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।