স্বল্পমূল্যের আইফোন নিয়ে সুখবর দিল অ্যাপল

আইফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের স্বল্পমূল্যের ফাইভজি সমর্থনকারী আইফোন ও নতুন আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে। আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের একটি ইভেন্ট থেকে এমন ঘোষণা আসতে পারে।
আইফোন
অ্যাপলের এই ইভেন্টের নাম রাখা হয়েছে ‘পিক পারফরম্যান্স’। এবারও ইভেন্টি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া খবরের ওপর ভিত্তি করে আশা করা যায় ওইদিন আইফোন এসই-এর আপডেট ভার্সন ও পঞ্চম প্রজন্মের অ্যাপল আইপ্যাড এয়ার – এই দুই বাজেট রেঞ্জের ডিভাইস বাজারে ছাড়বে অ্যাপল।

নতুন আইফোনটি ২০২০ সালের এপ্রিলে লঞ্চ হওয়া আইফোন এসই মডেলের মতো একই ডিজাইনের হবে। এই ফোনেও টাচ আইডি ফিচার থাকবে যা অন্য কোনও অ্যাপল স্মার্টফোনে দেখা যায় না।

ফেসবুক পেজে আর থাকছে না লাইক বাটন

এছাড়া, স্মার্টফোনটিতে থাকবে অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসর ও উন্নতমানের ক্যামেরা। সঙ্গে ৫জি সাপোর্ট তো থাকছেই।

আইপ্যাড এয়ার-এ নতুন সিপিইউ ও ৫জি সাপোর্ট থাকতে পারে। সূত্র: সিএনবিসি

যেভাবে হ্যাকার থেকে নিরাপদ রাখবেন আইফোন