Infinix স্বল্প ও মাঝারি বাজেটের ক্রেতাদের জন্য দারুন স্মার্টফোন অফার করে। আজকের আর্টিকেলে আলোচনা করা হবে ১০ হাজার রুপির মধ্যে Infiix এর আকর্ষণীয় সেরা ৫ স্মার্টফোন সম্পর্কে।
Infinix Hot 11(2022)
ইনফিনিক্স এর এ স্মার্টফোনটি এ বছরের আগস্টে মার্কেটে আসে। হ্যান্ডসেটের ডিসপ্লে ৬.৭০ ইঞ্চি। স্মার্টফোনটির রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল। ইনফিনিক্স এর এ স্মার্টফোনটি ইউনিসকের T610 প্রসেসের দ্বারা পরিচালিত হবে। সাথে থাকবে ৪ জিবি র্যাম এবং ৫ হাজার মেগাহার্জের এর ব্যাটারি। স্মার্টফোনের ক্যামেরা সেকশনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এ ডিভাইসটির দাম ৯ হাজার রুপি ও ১২ হাজার টাকা।
Infinix Smart 6 Plus
infinix এর ডিভাইসের ডিসপ্লের সাইজ ৬.৮২ ইঞ্চি। মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এটির ২ জিবি ও ৩২ জিবি এর একটি ভেরিয়েন্ট রয়েছে। আবার তিন জিবি ও ৬৮ জিবির আরো একটি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবল আছে। পাশাপাশি স্মার্টফোনের সাথে আপনি ৫০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। এ ডিভাইসটির দাম ৯ হাজার রুপি ও ১২ হাজার টাকা।
Infinix Hot 12 Play
infinix এর ডিভাইসের ডিসপ্লের সাইজ ৬.৮২ ইঞ্চি। ইউনিসকের T610 প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এটির ৪ জিবি ও ৬৪ জিবি এর একটি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবল আছে। পাশাপাশি স্মার্টফোনের সাথে আপনি ৬০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। এ ডিভাইসটির দাম ৮ হাজার রুপি ও ১৩ হাজার টাকা।
Infinix Smart 6 HD
infinix এর ডিভাইসের ডিসপ্লের সাইজ ৬.৬০ ইঞ্চি। Unisoc SC9863A প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এটির ২ জিবি ও ৩২ জিবি এর একটি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবল আছে। পাশাপাশি স্মার্টফোনের সাথে আপনি ৫০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। এ ডিভাইসটির দাম ৭ হাজার ৬০০ রুপি ও ১০ হাজার টাকা।
Infinix Smart 5A
infinix এর ডিভাইসের ডিসপ্লের সাইজ ৬.৫২ ইঞ্চি। MediaTek Helio A20 প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এটির ২ জিবি ও ৩২ জিবি এর একটি ভেরিয়েন্ট বাজারে অ্যাভেলেবল আছে। পাশাপাশি স্মার্টফোনের সাথে আপনি ৫০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। এ ডিভাইসটির দাম ৬ হাজার ৫০০ রুপি ও ৮ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।