প্লে স্টোর দিয়ে বাজারে নিজের ক্ষমতার অপব্যবহার করছে গুগল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত এমন মত দিয়েছে। গুগলের এই ক্ষতিতে ব্যবহারকারীদের উপর কী প্রভাব পড়বে? সম্ভবত কম দামে বেশি ও ভালো মানের অ্যাপ পেতে যাচ্ছেন গ্রাহকরা।
আদালতের রায় মেনে চলতে হলে গুগলকে অন্যদের অ্যাপ থেকে টাকা নেওয়া বন্ধ করতে হবে। নির্মাতাদের কাছ থেকে বর্তমানে তিনটি উপায়ে টাকা আয় করে গুগল। প্রথমত প্রতিটি অ্যাপ বিক্রির সময় গুগল ৩০ ভাগ অর্থ নেয়। ধরা যাক আপনি নয় ডলার দিয়ে ক্যামেরা অ্যাপ কিনলেন। গুগল এখান থেকে তিন ডলার নিয়ে নিবে। দ্বিতীয়ত আপনি প্রতি মাসে ভাষা শেখা বা শরীরচর্চার অ্যাপের জন্য যে সাবস্ক্রিপশন করেন সেখান থেকে গুগল নেয় ১৫ ভাগ।
ইন অ্যাপ পার্সেজ এর ক্ষেত্রে গুগল পায় ৩০ ভাগ টাকা। মোবাইল গেমের জন্য অ্যাপ থেকে বাড়তি অর্থ আয় করে গুগল।স্টোরের মালিকেরা যদি গুগল বা অ্যাপলের পণ্য বিক্রির পর সেখান থেকে 30 ভাগ অর্থ নেয় তাহলে তাদের মোট আয় হবে ৫৪ বিলিয়ন ডলার। গুগল প্লে স্টোর তাই এখানে তাদের সেবার বদলে অর্থ দাবি করতেই পারে।
সমস্যা হল android এর জন্য গুগল প্লে স্টোর এর মতো আর কোন প্ল্যাটফর্ম নেই। এভাবে অ্যান্ড্রয়েডে অ্যাপ কেন-বেচার ক্ষেত্রে একচেটিয়া রাজত্ব করে গুগল। তবে আদালতের এই রায়ের ফলে বদলে যেতে পারে সবকিছুই।
এপিকে স্টোর গুগলে আপনার বিরুদ্ধে অবৈধ একচেটিয়া অ্যাপ স্টোর চালানোর অভিযোগ নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে যে রায় হয়েছে তাতে গুগলকে হারিয়ে দিয়েছে এপিক স্টোর। আসলে নির্মাতাদের সবাইকে তারা একই অর্থ প্রদান করে বিষয়টি তা নয়। এপিকে স্টোর মনে করে যে, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করতে এবং একচেটিয়া ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে আদালতের এ রায় কার্যকর ভূমিকা পালন করবে। নতুন ইনোভেশন নিয়ে আসার ক্ষেত্রে এই বিষয়টি ভালো কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।