বিনোদন ডেস্ক : ফেসবুকের কল্যাণে তারকাদের হাঁড়ির খবরও আমরা জেনে যাই। তারকারা তাদের ব্যক্তিগত জীবনের নানা বিষয় ফেসবুকে শেয়ার করেন। সেই সব পোস্টে ভক্তরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন তেমনি হেটার্সরা নিজেদের বিদ্বেষও প্রকাশ করে থাকেন। কখনো কখনো এই বিদ্বেষ মাত্রা ছাড়িয়ে যায়। তেমনি এক ঘটনা ঘটেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সাথে।
স্বস্তিকা নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। ওই ছবির নিচে রাম বণিক নামের এক ব্যক্তি তাকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে মন্তব্য করে বসেন। তবে স্বস্তিকাও থেমে থাকেন নি।
জবাবে তিনি বলেন, ‘ধন্যবাদ রামবাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


