Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home স্বস্তির ঈদযাত্রা: গাজীপুরের সড়কে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা!
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    স্বস্তির ঈদযাত্রা: গাজীপুরের সড়কে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা!

    rskaligonjnewsMarch 29, 20254 Mins Read
    Advertisement

    নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শনিবার (২৯ মার্চ) দুপুরের মধ্যে ছুটি হয়েছে গেছে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত পোষাক তৈরি কারখানাগুলো। ছুটির হওয়ায় সাথে সাথেই যে, যেভাবে পারছে ফিরছে নীড়ে। নাড়ীর টানে নীড়ে ফেরা কর্মজীবি মানুষগুলোর কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ সিএনজি চালিত অটোরিকসায়, কেউ ইজিবাইক, ট্রাক বা পিকআপভ্যানেও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তবে এবার স্থানীয় সড়কগুলোতে নেই চিরাচায়িত রূপ যানজট।

    Kaligonj-Gazipur-Eid Yatra of Relief Students along with police on the road!- (1) সড়কের যানজট নিরসের গাজীপুর জেলা পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। তাদের সাথে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় সড়কে ট্রাফিকের কাজ করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যে কারণে ব্যস্ত ও যানজট যুক্ত সড়কগুলো খুব সহজেই হচ্ছে যানজট মুক্ত। স্বস্তির ঈদ যাত্রায় মুখে চৌরা হাসি নিয়ে ঘরে ফিরছে দেশের অর্থনীতিতে অবদান রাখা পোষাক শ্রমিক ও কর্মজীবি মানুষেরা।

    সরেজমিনে দেখা যায়, জেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কাপাসিয়া মোড়ে যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগে ট্রাফিক ও থানা পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আসন্ন ঈদ-উল-ফিতরে যানজট কমাতে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় তারা অবস্থান করছে ওই সড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা কাপাসিয়ার মোড়ে। কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কাপাসিয়ার মোড়ের দুই ধারে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও তরুণরা। সবার হাতে একটা করে লাঠি ও গলায় বাঁশি। দূর থেকেই সেই লাঠি ও বাঁশি দিয়ে বাস ও অন্যান্য যানবাহন চালকদের দিকনির্দেশনা দিচ্ছেন তারা।

    জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক হয়ে দেশের উত্তরবঙ্গের মানুষ কিংবা গাজীপুর বা ঢাকার আশপাশের এলাকার মানুষ নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরব, বি-বাড়ীয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিকল্প সড়কে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার যাওয়ায় যায়। যে কারণে ব্যস্ত সড়কগুলো পরিহার করে এই সড়ক দিয়ে কর্মজীবি মানুষেরা ঘরে ফিরে। আবার একই সড়ক দিয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরব, বি-বাড়ীয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিকল্প সড়কে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজারে কর্মরত উত্তরবঙ্গ ও গাজীপুর বা ঢাকার আশপাশের মানুষরাও ঘরে ফিরে। তাই গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ, কালীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় শিক্ষার্থীরা ওই সড়কের কাপাসিয়ার মোড় এলাকায় অবস্থান করছে।

    এদিকে, গত কয়েকদিনের তুলনায় শনিবার সকাল থেকেই কালীগঞ্জের বিভিন্ন সড়কে যান চলাচল বেড়েছে। সকাল থেকে কাপাসিয়ার মোড়, পুরাতন ব্যাংকের মোড়, কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড ও বটতলা এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে। বড় যানবাহনের সংখ্যা অন্য সময়ের চেয়ে একটু বেশি হলেও, গত কয়েকদিনের তুলনায় একটু কম। এ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচলও বেড়েছেই।

    Kaligonj-Gazipur-Eid Yatra of Relief Students along with police on the road!- (3)

    সড়কে যানজট নিরসনের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান, একজন ট্রাফিক পুলিশ যেভাবে সড়কে দায়িত্ব পালন করেন, তারাও চেষ্টা করছেন। তবে তাঁদের ধরনটা হলো সড়কের নীতিগুলো অনুসরণের বিষয়গুলো দেখছেন তাঁরা। সড়কে যাতে করে কোনো যানজট সৃষ্টি না হয় এবং নিরাপদে স্বস্তিতে ঈদ যাত্রা করতে পারেন সেটিই তাদের মূল উদ্দেশ্য।

    কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শিক্ষার্থী ও স্কাউট লিডার নাদিম বলেন, গাজীপুর জেলা ট্রাফিক ও কালীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি আমরা স্থানীয় শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনে কাজ করছি। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া দায়িত্ব চলবে ঈদের আগের দিন রাত পর্যন্ত। ঈদে ঘরমুখ মানুষেরা স্বস্তিতে ও নিরাপদে ফিরতে এমন দায়িত্ব পেয়ে তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিউদ্দিন বলেন, যানজট নিরসনে গাজীপুর পুলিশ সুপার মহোদয়ে নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনকল্পে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় শিক্ষার্থীরাও কাজ করছে। এবার আর সড়কে কোন যানজট নেই। মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে স্বস্তিতে ঘরে ফিরছে।

    উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ (ইউএনও) বলেন, এবারের রমজান ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে। ঈদের আগের দিন রাত পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবে। সড়কে জেলা ট্রাফিক ও কালীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি যানজট নিরসনে দায়িত্ব পালন করা অধিকাংশ শিক্ষার্থীই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

    ইউএনও আরো বলেন, কালীগঞ্জে ট্রাফিক ও থানা পুলিশের সাথে এবার ঈদযাত্রা পুলিশকে সহায়তা করতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। তারা পুলিশের পাশাপাশি সড়ক ও মহাসড়কে যাত্রী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আশা করা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এবারের ঈদযাত্রা আগের বছরের তুলনায় স্বস্তিদায়ক হবে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ঈদযাত্রা গাজীপুর গাজীপুরের ঢাকা পাশাপাশি পুলিশের বিভাগীয় শিক্ষার্থীরা সড়কে! সংবাদ স্বস্তির
    Related Posts
    ১৭ জন নারীকে বিয়ে

    বন কর্মকর্তার ১৭ স্ত্রী, শাস্তির দাবিতে মানববন্ধন

    September 12, 2025
    শারদীয় দুর্গাপূজা

    পীরগাছায় ৮৭ মণ্ডপে উৎসবের প্রস্তুতি

    September 12, 2025
    ঢাকার জলাবদ্ধতা নিরসন

    জলাবদ্ধতা কমাতে নতুন পরিকল্পনা গ্রহণ ডিএনসিসির

    September 12, 2025
    সর্বশেষ খবর
    Rain

    টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি, বিপাকে যেসব অঞ্চল

    web series

    ওটিটি প্ল্যাটফর্মে নতুন চমক! সম্পর্কের জটিলতা নিয়ে এলো নতুন ওয়েব সিরিজ!

    Xiaomi EV

    Xiaomi EV: উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এ বছরের নতুন লক্ষ্যমাত্রা!

    টিকটকার আলিশা

    অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগে টিকটকার আলিশা গ্রেফতার

    টাইটানিক নায়িকা

    মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল, জানালেন টাইটানিক নায়িকা

    পৃথিবী থেকে মহাকাশ

    পৃথিবীর এই ৫টি স্থান মহাকাশ থেকেও দেখা যায়

    Taka

    জমানো টাকা তুলতে ভোগান্তি, শাখায় শাখায় ছুটছেন আমানতকারীরা

    উদ্ভিদ

    জঙ্গের এই উদ্ভিদটি কোবরা সাপের চেয়েও বেশি বিষাক্ত, স্পর্শ করলে মৃত্যু অনিবার্য

    নারীদের ঘুম

    পুরুষদের তুলনায় যে কারণে নারীদের ঘুমের বেশি প্রয়োজন

    সবজি-চালের বাজার

    সবজি-চালের বাজার চড়া, বেড়েছে মুরগির দাম

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.