জুমবাংলা ডেস্ক : যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে গত দুই বছরে কানাডার টরন্টো, জাপানের নারিতা, চীনের গুয়াংজু ও ভারতের দিল্লিতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান। এরই ধারাবাহিকতায় এবার দশ বছর ধরে বন্ধ থাকা পুরোনো গন্তব্য ইতালির রোমে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স সংস্থা। বিমান কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকা-রোম সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হবে। কোনো ট্রানজিট ছাড়াই প্রায় ৯ ঘণ্টার উড়ান শেষে রোম পৌঁছাবে ফ্লাইটটি। এ ছাড়া আগামী ডিসেম্বরে ঢাকা-নিউইয়র্ক রুটেও সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান।
বিমান সূত্র জানায়, ২৬ মার্চ ঢাকা-রোম রুটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা ও এ-সংক্রান্ত অন্যান্য কাজ দেখভালে বর্তমানে ইতালি অবস্থান করছেন সংস্থার পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মাদ সালাহউদ্দিন। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ২টায় রোমের উদ্দেশে যাত্রা করে ফ্লাইট বিজি৩৫৫ রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় যাত্রা শুরু করে ঢাকা পৌঁছাবে রাত পৌনে ১২টায়।
বিমানের পরিচালক (প্রশাসন) ছিদ্দিকুর রহমান জানান, গত মাসে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে ঢাকা-রোম রুটে টিকিট বিক্রি শুরু হয়েছে। বর্তমানে উদ্বোধনী ফ্লাইটের টিকিটে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। টিকিট বিক্রিতে যাত্রীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি এ রুটে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারবে বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, ‘যাত্রী চাহিদা বিবেচনায় একের পর এক নতুন গন্তব্যে ডানা মেলছে বিমান। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকা থেকে রোমের উদ্দেশে সরাসরি ছেড়ে যাবে বিমানের যাত্রীবাহী ফ্লাইট। এর আগে ১৯৮১ সালের ২ এপ্রিল বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু হয়। কিন্তু যাত্রী সংকটসহ নানা কারণে ২০১৫ সালের ৬ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। দশ বছর পর ফের এ রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-রোম রুটে ফ্লাইট পরিচালিত হবে।
জানা গেছে, ঢাকা থেকে রোম রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী টিকিটের সর্বনিম্ন দাম ৬৪ হাজার ৩৫৫ টাকা থেকে শুরু হবে। রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে ১ লাখ ৪ হাজার ৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখী টিকিটের সর্বনিম্ন দাম শুরু ১ লাখ ৪৪ হাজার টাকা থেকে এবং ২ লাখ ৫৮ হাজার টাকা থেকে শুরু হবে রাউন্ড ট্রিপ বিজনেস ক্লাস টিকিটের দাম। তবে রোম থেকে যারা ঢাকার টিকিট কাটবেন, তাদের অনেক কম টাকা লাগবে। রোম থেকে ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী টিকিটের সর্বনিম্ন দাম শুরু হবে ৪৮ হাজার টাকা এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে ৮৯ হাজার ৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাসের ক্ষেত্রে একমুখী ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১ লাখ ২২ হাজার ও ২ লাখ ২২ হাজার টাকা থেকে। তবে মুদ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে। যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, যে কোনো সেলস সেন্টার, কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।