জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বায়েজীদে বোস্তামি থানার সৈয়দ পাড়া এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, ধর্ষনের শিকার নারী তার স্বামীকে নিয়ে ফুফুর বাসা থেকে দাওয়াত খেয়ে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে চার যুবক তাদের কাছে বিবাহিত হওয়ার কাবিন দেখতে চায়। এক পর্যায়ে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিয়ে যাবে বলে সিএনজিতে তোলেন। পরে স্বামীকে সিএনজিতে বেধে রেখে নারীকে একটি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষন করে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে ৯৯৯ থেকে খবর পায় পুলিশ। সালাম কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।