স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

প্রেমিক

জুমবাংলা ডেস্ক: নাটোরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার জন্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন রাজিয়া সুলতানা মুক্তি (২১) নামে এক গৃহবধূ।

শুক্রবার দুপুর থেকে সদর উপজেলার দিঘাপতিয়া মাঝপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিনের বাড়িতে বিয়ে দাবিতে অবস্থান নেয়া রাজিয়া সুলতানা মুক্তি শহরের ঝাউতলা এলাকার রেজাউল হক রেজুর বড় মেয়ে। মুক্তি বলেন, দাবি পূরণ না হলে আত্মহত্যার জন্য গ্যাস ট্যাবলেট সাথে নিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, আপন ফুফাত ভাইয়ের সাথে কুষ্টিয়ায় তার বিয়ে হয়েছিল। তিন বছর থেকে আল আমিনের (২১) সাথে সর্ম্পকের কারণে প্রেমিক আল আমিনের পরামর্শেই সে তার স্বামীকে তালাক দিয়েছে। এখন আল আমিন তাকে বিয়ে না করে গড়িমসি করছে। আল আমিন তার সঙ্গে অনেকবার শারীরিক সর্ম্পক করেছে। শুধু তাই নয়, ভিডিও কলে আল আমিন নিয়মিত তার পুরো শরীর নগ্ন করে দেখতো। এসব ভিডিও তাদের দু’জনের কাছেই রয়েছে। এসব কারণে আল আমিন তাকে বিয়ে না করলে তার কোন উপায় নেই, অবশ্যই বিয়ে করতে হবে। নইলে সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করবে।

স্থানীয় একটি কোম্পানীতে চাকরিরত আত্মগোপনে থাকা আল আমিন এই প্রতিবেদককে বলেন, মুক্তি তার আগের বিয়ের বিষয়টি প্রেমের সর্ম্পকের শুরুতে গোপন রাখায় তিনি প্রেমিকা মুক্তিকে বিয়ে করতে রাজি নেই।
প্রেমিক
তার পিতা মোহাম্মদ আলী বলেন, ছেলে রাজি না থাকায় তিনিও এই বিয়েতে রাজি নেই।

এদিকে শুক্রবার বিকেলে খবর পেয়ে প্রেমিকা রাজিয়া সুলতানা মুক্তির পিতাসহ অন্য অভিভাবকরা মেয়েকে ফিরিয়ে নিতে আসলেও মুক্তি ফিরে যেতে অস্বীকার করে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, উভয় পরিবার সমঝোতায় যেকোন সিন্ধান্ত নিলে তাদের কারো কোন আপত্তি নেই। সিদ্ধান্ত না পৌছলে তিনি থানা পুলিশের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

নাটোর থানার ওসি নাছিম আহমেদ বলেছেন, বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে মিষ্টি খাওয়াতে গেলেন যুবক!