জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নাজমুল ইসলাম ও সহযোগী রনিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল (সিইও) এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভুক্তভোগী উল্লেখ করেন, আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করেন। বিভিন্ন সময়ে নাজমুল তাকে কুপ্রস্তাব দিতো।
তিনি আরও বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ভুক্তভোগীর সঙ্গে তার স্বামী ওই বাসায় দেখা করতে গেলে আসামি তার বন্ধু রনি এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন মিলে স্বামীকে গলায় ছুরি ধরে হত্যার হুমকিসহ মারধর করে মোবাইল সেট এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এবং আসামিরা তাদের মোবাইলে ভিডিও ধারণ করে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নাজমুলকে ফতুল্লার নিজ বাসা ও তার সহযোগী রনিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।