জুমবাংলা ডেস্ক : রাজধানীর কাফরুলে স্বামীকে পিটিয়ে খু’ন করে সন্তান নিয়ে পালিয়েছে রীমা আক্তার নামে এক নারী। শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের ৯ নম্বর রোডের বি ব্লকের ২২/২ নম্বর ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে কাফরুল থানা পুলিশের একটি দল।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাফরুল থানার এএসআই নাসির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মেঝেতে রক্ত পেয়েছি। একটি ভাঙা ক্রিকেট ব্যাট পেয়েছি। একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বাবুল আক্তারের (৪০) মাথায় ব্যাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় বাবুলের মা ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেছে রীমা আক্তার। এরপর তাদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। পরবর্তীতে সেখানে বাবুলের অবস্থার অবনতি ঘটলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই নাসির বলেন, ঘটনাস্থলে গিয়ে রীমা আক্তারকে খুঁজে পাইনি। এ দম্পতির একটি সন্তান রয়েছে। তাকে নিয়ে পালিয়ে গেছে রীমা।
তিনি জানান, নিহত বাবুল ও তার স্ত্রী রীমা আক্তারের বাড়ি পাবনা জেলার সাথিয়া থানা এলাকায়। বাবুল আক্তার স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করেন। তবে কোন পদে চাকরি করেছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।