Advertisement
মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার আইনজীবী মহেশ বানওয়াল (৩৫) নিখোঁজ প্রায় মাস খানেক ধরে। সেই নিয়ে তাঁর স্ত্রী প্রমিলা (৩২) থানায় নিখোঁজ ডায়রি ও করেছিলেন তবে দিন যায় কিন্তু মহেশের কোনো হদিস মেলে না। এরপর ঘটনায় নতুন মোড় যোগ করেন মহেশের দাদা।
তিনি থানায় গিয়ে বলেন মহেশের স্ত্রীর এই ঘটনায় যোগ থাকতে পারে। এরপর নড়েচড়ে বসে পুলিশ। তারা প্রমিলাকে সন্দেহ করে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বাড়িতে দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু তার কোনো উৎস খুঁজে পাওয়া যায়না।
অনেকক্ষণ ধরে পর্যবেক্ষনের পর পুলিশ রান্নাঘরের একটি স্ল্যাবের নিচ থেকে মহেশের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। মহেশের স্ত্রী পরকীয়া সন্দেহে মহেশকে খুন করে ওই স্ল্যাবের নীচে পুঁতে তারওপর চুলা বানিয়ে দিব্বি রান্নাবানা করছিল। তবে এত কিছু করেও শেষ রক্ষা হলোনা তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।