স্বামীকে সন্দেহ, ফোন চেক করেছেন ক্যাটরিনা!
বিনোদন ডেস্ক: বন্ধু মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে ‘গ্যালেন্টাইনস ডে ২০২৩’ পালন করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখানেই এক মজার খেলায় অংশ নিয়ে ফাঁস করেছেন অনেক গোপন তথ্য।
ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড কে বিউটির ইনস্টাগ্রাম পেজ থেকে তাদের এই খেলার ভিডিও শেয়ার করা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তরেই ক্যাটরিনা জানিয়েছেন তিনি ভিকির ফোন চেক করেছেন। মিনি তখনই বলে ওঠেন, ‘ভিকি পাসওয়ার্ড বদলে ফেলুন।’ ক্যাটরিনা তখন তাকে বাধা দিয়ে বলেন, ‘না, তখন আমার বুদ্ধ কম ছিল তাই এসব করেছি। এখন বুদ্ধি হয়েছে, আমি আর কখনই করবো না এমনটা। কেউ ফোন খুলে পাশে রাখলেও তাকাবো না।’

ক্যাটরিনা আরও স্বীকার করেছেন, কোনো কাজ এড়ানোর জন্য অসুস্থতা নিয়ে মিথ্যে কথাও বলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ২০০৯ সালে নিউইয়র্কে একটি ছবির শুটিং চলাকালীন পায়ে ব্যাথা পাওয়ার কথা মিথ্যে বলেছিলেন।
ক্যাটরিনাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। এই ছবিতে বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে তাকে। চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবি। এছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতেও দেখা যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
উনি আমার শিক্ষক, আমি ছাত্রী; প্রেমকাহিনী শোনালেন কন্ঠশিল্পী সালমা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



