আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে জন্মগ্রহণকারী গার্লস এডুকেশন অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফজাই। বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী তিনি। এবারের ভালোবাসা দিবসে এই নারী অধিকারকর্মী তার স্বামী আসের মালিকের জন্য ভক্তিপূর্ণ পোস্ট দিয়েছেন। দুজনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে যা লিখেছেন, তাতে স্বামীর প্রতি অগাধ ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে শর্ট ভিডিও পোস্টের প্ল্যাটফরম ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর একটি ছবি পোস্ট দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা। ছবির নিচে লিখেছেন হৃদয়গ্রাহী নোট।
জিওনিউজের খবরে পোস্টটি যুক্ত করে বলা হয়েছে, মালালা ইউসুফজাই তার পোস্টটির ক্যাপশনে লিখেছেন, সর্বোত্তম সম্ভাব্য জীবনসঙ্গী আসের মালিকের জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তুমি সর্বদা আমাকে হাসিখুশি রাখার চেষ্টা করো। সর্বদা আমাকে হাসানোর উপায়গুলো নিয়ে চিন্তা করো। তোমাকে আমার পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান নারী মনে করি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামীর প্রতি মালালার এই হৃদয়গ্রাহী পোস্টে লাভ ক্লিক পড়েছে ২ দশমিক ৪ মিলিয়ন বা ২৪ লাখের বেশি।
প্রসঙ্গত, প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সাড়ম্বরে পালিত হয়ে আসছে বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিতে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধবী, সন্তান পিতামাতাকে কিংবা মাতাপিতা সন্তানের প্রতি বিশেষভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন।
ভালোবাসার ‘উপহার’স্বরূপ নিজের কিডনি দিয়ে স্ত্রীকে বাঁচালেন স্বামী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।