গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে স্বামীর বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় বাদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ (অবকাশকালীন জজ) আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম ওই আদেশ দেন।
গাজীপুর বারের সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ প্রিন্স মামলার বরাত দিয়ে জানান, পোশাককর্মী রহিমা বেগম গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তরখাইলকুর এলাকায় ভাড়া থাকেন। আগের সংসারের মেয়েকে (১৭) জিন-ভুতের ভয় দেখিয়ে বর্তমান স্বামী ইব্রাহীম খলিল ওরফে কবিরাজ ইব্রাহীম ধর্ষণ করেছেন- এমন অভিযোগ এনে গত ৬ অক্টোবর রহিমা বেগম থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ গত ১৪ নভেম্বর ইব্রাহীমকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, গাজীপুর জেলা ও দায়রা জজ (অবকাশকালীন জজ) আদালতে আসামির জামিন আবেদন করেন তার আইনজীবী। এ সময় মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে জানান- তিনি তার স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন, সেই অভিযোগ সঠিক নয়। মামলা মিথ্যা ও সাজানো।
শুনানি শেষে আদালত আসামিকে জামিন দেন এবং বাদীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।