স্বামীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন মিম!

বিশ্বকাপ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বিশ্বকাপে তার প্রিয় দল ব্রাজিল। সেলেসাওরা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ায় কষ্ট পেয়েছিলেন এই তারকা। তবে পছন্দের দল এবং বিশ্বকাপের প্রতি একটুও আকর্ষণ কমেনি তার।

বিশ্বকাপ

বর্তমানে স্বামী সনি পোদ্দারকে নিয়ে মরুর দেশ দুবাইতে ঘুরে বেড়াচ্ছেন মিম। তারই এক ফাঁকে বিশ্বকাপ এবং ব্রাজিলকে ফিরিয়ে আনলেন এই নায়িকা। একটি লোকেশনে বিশ্বকাপের ডেমো ট্রপি দেখে সেটি ছুঁয়ে দেখতে ভুল করেননি তিনি। স্বামীসহ ট্রপিটি হাতে নিয়ে ছবিও তোলেন মিম। পেছনেই একটি ছবিতে শোভা পাচ্ছিল মিমের প্রিয় দল ব্রাজিলের জার্সি। মিমের হাসি দেখেই বোঝা যাচ্ছে বিশ্বকাপটি হাতে পেয়ে কতটা খুশি হয়েছেন তিনি!

এদিকে এই ছবির সঙ্গে পোস্টে দুবাই সফরের আরও বেশ কিছু ছবি মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিম। ছবির ক্যাপশনে দিয়েছেন দারুণ এক ভালোবাসার বার্তা।

মিম লিখেছেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’

সঙ্গে আরও যোগ করেন, ‘এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখ সবসময়।’

২০২২ সালের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। সেই হিসেবে বুধবার (৪ জানুয়ারি) তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষ্যেই স্বামীর প্রতি এমন ভালোবাসা জানালেন ‘পরাণ’ খ্যাত নায়িকা।

মিঠুনকে হাত ধরে টান দিলেন দেব, নিয়ে আসলেন বাইরে!