নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ জাহাঙ্গীর আলমের পরিবার। মৃত্যুর এক বছর পূর্ণ না হতেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন নিহতের স্ত্রী শাহিনুর আক্তার। দুই কন্যাসন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া সামান্য ব্যবসার মালামালই এখন তাঁর বেঁচে থাকার শেষ আশ্রয়।
সাতক্ষীরার বাসিন্দা শেখ জাহাঙ্গীর আলম (৫০) শ্রীপুর পৌরসভার শ্বশুরবাড়িতে থেকে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি একটি লেপ-তোশকের দোকানও চালাতেন। গত বছরের ৩ আগস্ট মাওনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
স্মৃতিচারণ করতে গিয়ে শাহিনুর বলেন, ‘সেদিন সকালে নাশতা করে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, মাওনা থেকে দোকানের জন্য মাল আনতে যাবেন। তারপর শুনি, পুলিশের গুলিতে মাথা ঝাঁজরা হয়ে গেছে। তিন দিন পর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাঁর নিথর দেহ পেয়েছি।’
বর্তমানে দুই মেয়ে জিমতিয়া পারভীন (৮) ও জাকিয়া সুলতানাকে নিয়ে শাহিনুরের জীবন বয়ে চলছে অশেষ কষ্টের নদী বেয়ে। ইলেকট্রনিকস দোকানের পুরোনো সামগ্রী বিক্রি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন তিনি। স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েদের পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভূমি-সম্পত্তি নেই, শ্বশুরবাড়িতে সহায়-সম্বলও নেই।
শাহিনুরের আকুতি, ‘সরকারি সহযোগিতা একবার পেয়েছিলাম, তবে তাতে একটি বছর পার করা কঠিন। আমার দুই মেয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাদের মুখের হাসি ফোটাতে সরকার ও সমাজের সহায়তা দরকার।’
শেখ জাহাঙ্গীরের শ্যালক জুয়েল মিয়া জানান, ‘আপা একেবারে ভেঙে পড়েছে। সংসার আর দুই শিশুকে নিয়ে সে দিশেহারা। আমিও নিয়মিত চেষ্টা করি পাশে থাকতে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘ঘটনার পর থানায় হত্যা মামলা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
নিরীহ এক ব্যবসায়ীর এই করুণ পরিণতির গল্প আজও শোকে কাঁদায় স্বজন ও প্রতিবেশীদের। একই সঙ্গে এক হতভাগ্য স্ত্রীর অবিরাম সংগ্রামের সাক্ষী হয়ে আছে শ্রীপুরের চন্নাপাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।