রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে এসে ৯ দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক দম্পতি। এরপর আজ (সোমবার) স্ত্রী আঞ্জুমের ম’রদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত স্বামী ইমনের সন্ধান মেলেনি।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে আঞ্জুমের ম’রদেহ উদ্ধার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারাপাড়া গ্রামের আজিম শেখের মেয়ে।
অন্যদিকে ইমন মাদারীপুরের কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তারা ঢাকায় বসবাস করতেন। এক বিয়ের অনুষ্ঠানে এসে ৯ দিন আগে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় ঘটনার পরপরই পুলিশসহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়েও ওই দম্পতিকে উদ্ধার করতে পারেনি। আজ দুপুরে নিখোঁজ দুজনের মধ্যে আঞ্জুমের মরদেহ দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় ভেসে ওঠে।
উল্লেখ্য, চাচাতো বোনের বিয়ে উপলক্ষে স্বামীসহ দৌলতদিয়ায় বেড়াতে আসেন আঞ্জু। গত ২১ জুলাই দুপুরে বিয়ে বাড়িতে আসা অনেকে একসঙ্গে গোসল করতে দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নামে। এ সময় তীব্র স্রোতের তোড়ে আঞ্জুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্বামী ইমন। এ সময় তীব্র স্রোত ও ঘূর্ণিপাকে পড়ে দুজনই মুহূর্তের মধ্যেই নিখোঁজ হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।