গাজীপুরের শ্রীপুরে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে রাকিব (৩০) নামে যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
আসামি রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। রোববার ভুক্তভোগী নারী একমাত্র আসামি হিসেবে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর থেকে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিকেলে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে রাকিবকে গ্রেফতার করে।
ভুক্তভোগী নারীর মেয়ে জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগী নারী বাড়িতে একাই বসবাস করতেন। আসামি রোববার ভোর ৪টার দিকে কৌশলে তার বসত ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। নারী ডাকচিৎকার শুরু করলে তাকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয় এবং চলে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।