বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি প্রতারণার অভিযোগে তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই পুলিশ ‘লুকআউট’ নোটিশ জারি করেছে। অভিযোগ ৬০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তারা। এর মধ্যেই ছড়িয়ে পড়ে শিল্পার ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর খবর।
গুঞ্জন ওঠে স্বামী বাড়ি ছাড়তেই নতুন প্রেমে জড়িয়েছেন শিল্পা। তবে বিষয়টি আসলে ভিন্ন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহার’। এই ছবিতে সর্দারের চরিত্রে অভিনয় করেছেন রাজ। ছবির প্রচারের অংশ হিসেবেই শিল্পা ফারহা খানের সঙ্গে কথোপকথনে মজা করে জানান, তিনি বর্তমানে ‘প্রেমিকের সঙ্গে’ থাকছেন। পরে পরিষ্কার করেন, সেই প্রেমিক আর কেউ নন, স্বামী রাজই।
ফারহা খান রাজের কথা জানতে চাইলে শিল্পা মজা করে বলেন, আমি এখন আমার প্রেমিকের সঙ্গে থাকছি। এমন উত্তর শুনে ফারহার চোখ কপালে ওঠে। তবে শিল্পা ব্যাখ্যা দেন, রাজই তার ‘প্রেমিক’, যিনি ছবিতে সর্দার চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে রাজ কুন্দ্রার ক্যারিয়ারও নতুন মোড় নিচ্ছে। সম্প্রতি ‘মেহার’ ছবির মুক্তির আগে তিনি ঘোষণা দেন প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করবেন। এ ছাড়া চলতি বছর তার আরও তিনটি পাঞ্জাবি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একইসঙ্গে রাজ অংশ নিচ্ছেন সালমান খানের সঞ্চালনায় চলা রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এও। সব মিলিয়ে নতুন কাজ, সিনেমা ও টেলিভিশন প্রোজেক্ট নিয়ে রাজ-শিল্পা ব্যস্ত থাকলেও প্রতারণার মামলার কারণে আবারও তাদের ঘিরে নানান বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায় আছেন এবার কীভাবে এই ঝড় সামাল দেন বলিউডের এই তারকা দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।