জুমবাংলা ডেস্ক : ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। বর্তমানে কর্মসূত্রে লিবিয়ায় থাকেন স্বামী। দুই সন্তানকে নিয়ে একলাযাপন মহিলার। একাকীত্ব কাটাতে অন্য এক যুবকের সঙ্গে ‘সম্পর্ক’ গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই ‘চরম পদক্ষেপ’ নিলেন গৃহবধূ।
জানা গিয়েছে, রবিবার সকালে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ। ঘরে রেখে যান দুই সন্তানকে। কিন্তু এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি।
দীর্ঘ অপেক্ষার পর থানায় অভিযোগ দায়ের করেন মহিলার শ্বাশুড়ি। অভিযোগ, ২০ লক্ষ টাকা এবং ৮ লক্ষ টাকা মূল্যের ১২ ভরি সোনার গয়না নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন ওই মহিলা।
শাশুড়ির অভিযোগ, ফেসবুকের মারফর এক যুবকের সঙ্গে তাঁর ‘বউমা’র সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের বিষয়ে তাঁর ছেলেও জেনে গিয়েছিল। একাধিকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি ‘বউমা’। বরং চরম পদক্ষেপ নেয় সে।
গোটা ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টান কৃষ্ণনগর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মহিলার শাশুড়ি ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ‘প্রেমিক’-এর প্ররোচনায় অর্থ এবং গয়না নিয়ে পালিয়েছেন তাঁর ‘বউমা’। ঘটনার যথাযত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।