বিনোদন ডেস্ক: স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যে তাঁর চরিত্রগত ও স্বভাবগত বৈশিষ্ট্যের যে বিরাট ফারাক রয়েছে, তা নিজেই এবার কবুল করলেন দীপিকা পাড়ুকোন। তবে শুধু তিনিই নন, তাঁর গোটা পরিবারের সঙ্গে এই ব্যাপারে বেশ পার্থক্য রয়েছে রণবীরের। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাতকারে দীপিকা জানিয়েছেন যে রণবীর যেমন দারুণভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন, অনায়াসে বিপরীত দিকে থাকা মানুষটির সঙ্গে কথা বলতে বলতে তাঁকে জড়িয়ে ধরেন, সেসব একেবারেই আসে না তাঁর। বরং তাঁর গোটা পরিবারের সদস্যদের অনেক সময় নিজের মনের কথা প্রকাশ করতে বেশ অসুবিধেই হয়। ঠিকঠাক নিজের মনের ভাব প্রকাশ করে উঠতে পারেন না তাঁরা।
এখানেই না থেমে এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বেশ কিছু কথা বলেন এই বলি-সুন্দরী। দীপিকার কথায়, ‘রণবীরের মধ্যে কোথাও একজন চিয়ারলিডার লুকিয়ে থাকে সবসময়। অবশ্য ওঁর এই উচ্ছ্বাস, ব্যক্তিত্বর জন্যই ক্যারিয়ার এবং জীবনে নানান সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। এটুকু বলব আমি বা আমার বাবা, মা, বোন সবাই প্রত্যেকেই অত্যন্ত আবেগপ্রবণ। শুধু হয়ত ঠিকঠাক প্রকাশ করে উঠতে পারি না। আর সেখানে রণবীর চুমু খেয়ে, জড়িয়ে ধরে একশা করে।
কথাশেষে রণবীর সিং অভিনীত ছবির প্রসঙ্গ উঠলে কোনও দ্বিরুক্তি না করে দীপিকা জানান তাঁর কাছে রণবীরের সেরা ছবি ‘ব্যান্ড বাজে বারাত’। যদিও তাঁর দাবি, স্বামীর সবকটি ছবিই তিনি দেখেছেন। ‘লুটেরা’, ‘গাল্লি বয়’- ছবি হিসেবে দারুণ এবং রণবীরের পারফর্মেন্সও নজরকাড়া। তবু. ‘ব্যান্ড বাজে বারাত’-ই তাঁর সবথেকে প্রিয়।
প্রতি গানে যত টাকা পারিশ্রমিক নিতেন লতা মঙ্গেশকর, জানলে অবাক হবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।